৬ষ্ট শ্রেণীতে অধ্যায়নরত রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু ।

19 Aug 2025

তারিখ: ১৯/০৮/২০২৫ এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীতে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে সে আগামী ২০/৮/২০১৫ ইং তারিখ থেকে তাদের Online Registration কার্যক্রম শুরু হবে। প্রত্যেক শিক্ষার্থীকে আগামী ২৮/৮/২০১৫ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত জিনিসগুলো অফিস সহকারী শ্রেণী শিক্ষকের কাছে জমা করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। অন্যতায় রেজিস্ট্রেশন জ্ব করাতে না পারলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী দায়ী থাকবে না। ১. বাবা ও মায়ের আইডি কার্ডের ফটোকপি ২. শিক্ষার্থীর online জন্ম নিবন্ধন সনদের (ইংরেজী) ফটোকপি ৩. পঞ্চম শ্রেণীর পাশের সনদের ফটোকপি, ৪. রেজি: ফি বাবদ ৩০০ (তিনশত টাকা) ৫. পাসপোর্ট সাইজের ছবি ২ কপি